গাঙ্গিনারপাড়ের যানজট নিরসনে বিকল্প সড়ক, হকারদের পুনর্বাসন নতুন সড়কের পাশে
প্রকাশিতঃ 10:06 pm | August 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
যানজট আর জনজটে পা ফেলার জায়গা নেই নগরীর গাঙ্গিনারপাড় টু স্টেশন রোড সড়কে। বিশেষ করে ঈদকে ঘিরে নগরীর প্রধান প্রধান বিপণী বিতানকেন্দ্রীক এ সড়কটির অবস্থা আরো ভয়াবহ আকার নিয়েছে। ফলে এ সড়ককে যানবাহনের চাপ কমিয়ে যানজট নিয়ন্ত্রণ করতে বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
নগরীর স্টেশন রোড থেকে মালগুদাম হয়ে বারী প্লাজা মার্কেট পর্যন্ত প্রায় ৪’শ মিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নগরীর গাঙ্গিনারপাড় মোড়কে ঘিরে ফুটপাত দখল করে বসা হকারদের পুনর্বাসনও করা হবে নির্মাণাধীন সেই সড়কের খালি জায়গায়। সেখানে হকাররা বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসলে অবমুক্ত হবে নগরীর গুরুত্বপূর্ণ এ পয়েন্টের ফুটপাত।
বুধবার (০৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীমসহ জেলা প্রশাসন ও চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তারা নির্মাণাধীন এ বাইপাস সড়কটি পরিদর্শন করেন।
ঈদের আগেই নতুন এ বাইপাস সড়কে চলাচলের পাশাপাশি হকারদের পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।
জানা যায়, গত ঈদুল ফিতরের আগে নগরীর ব্যস্ততম গাঙ্গিনারপাড় মোড় এলাকার ফুটপাত দখলমুক্ত করে জেলা পুলিশ প্রশাসন। এরপর জেলা পুলিশ প্রশাসন বিকল্প সড়কের পাশাপাশি ফুটপাতের হকারদের পুনর্বাসন করতে বিকল্প উদ্যোগ গ্রহণ করতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুকে অনুরোধ জানান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর স্টেশন রোড থেকে মালগুদাম হয়ে বারী প্লাজা মার্কেট পর্যন্ত প্রায় ৪’শ মিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করেন। নগরীর মালগুদাম রেললাইনের পাশ দিয়ে বয়ে চলা সড়কটিতে এখন পুরোদমে চলছে নির্মাণযজ্ঞ।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু জানান, নগরীর গাঙ্গিনারপাড়ের যানজট নিরসনের জন্য মূলত বিকল্প এ বাইপাস সড়ক নির্মাণ কাজ চলছে। স্থানীয় পথচারী ও বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য মূল রাস্তা থেকে ফুটপাত অপসারণ করা হবে।
তিনি জানান, নগরীর বারীপ্লাজার পাশ থেকে রেলওয়ে স্টেশনমুখী এ বাইপাস সড়কের মালগুদাম পয়েন্টে ফাঁকা জায়গায় হকারদের পুনর্বাসন করা হবে।
নতুন বিকল্প সড়ক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন জানান, নগরীর গাঙ্গিনারপাড় মোড়ের হকারদের জন্য বিকল্প এলাকা তৈরি করা হচ্ছে। আমাদের অনুরোধে মেয়র মহোদয় এ গুরুত্বপূর্ণ সড়কের যানজট নিরসনে বিকল্প সড়কটি নির্মাণ কাজ করছেন।
তিনি জানান, এ বিকল্প সড়কের পাশাপাশি নগরীর কেওয়াটখালী থেকে চরপাড়া মোড়ে চলাচলের জন্য নতুন আরেকটি লিংক রোড তৈরি করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। ওই নতুন সড়কে ইজিবাইক চলবে। এতে করে কেওয়াটখালী থেকে পাটগুদাম ব্রিজ মোড়ের যানজট অনেক কমবে।
কালের আলো/এনএল/এমএম