ডেঙ্গু কেড়ে নিল বৃদ্ধার প্রাণ, ঢামেকে মৃত ১৬

প্রকাশিতঃ 1:15 pm | August 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৬ আগস্ট) ভোর ৪টার দিকে মনোয়ারা বেগম (৭৫) মারা যান। এ নিয়ে শুধু ঢামেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হলো।

মনোয়ারা বেগম চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার আহমেদপুরের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী। তিনি মিরপুরে পরিবারের সঙ্গে থাকতেন।

মরহুমের ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, তার মা মনোয়ারা বেগম এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর ৩ জুলাই তাকে ঢামেকের ওয়ানস্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ভোরে তার মৃত্যু হয়।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন জানান, মনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনও তার ফাইল হাতে আসেনি।

কালের আলো/এআর/এমএম