এবারও বঞ্চিত চট্টগ্রামের মেয়র, পেলেন না প্রতিমন্ত্রীর মর্যাদা
প্রকাশিতঃ 12:58 pm | May 29, 2019

কালের আলো প্রতিবেদক:
এবারও বঞ্চিত হলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রী এবং রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হলেও সে তালিকায় নেই নাছিরের নাম।
এর আগে ২০১৬ সালে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় অর্থাৎ সে বছরের ২১ জুন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তরের মেয়র প্রয়াত আনিসুল হককে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার। তখনো বাদ পড়েন চট্টগ্রামের মেয়র নাছির।
এর ফলে নির্বাচিত মেয়র হিসেবে আ জ ম নাছিরের চার বছরের মধ্যে দেশের দুবার পাঁচ মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দিল সরকার। দুবারই বাদ পড়লেন নাছির। এমনকি ২০০৯ সালের আগে এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন, তখন তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতারা বলেন, আমরা অপেক্ষায় ছিলাম আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরা নেতা আ জ ম নাছির উদ্দীনকে শেষ পর্যন্ত মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হলো না। আশা করছি ভবিষ্যতে তিনি মূল্যায়ন পাবেন। মূল্যায়ন না হওয়ার পেছনে চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনৈতিক বিভাজন দায়ী বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির গতকাল মঙ্গলবার বলেন, এ বিষয়ে আমি আগেও কিছু বলিনি। এখনো বলব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেন, যা করবেন, সেটাই আমার শিরোধার্য।
১৯৯০ সালে এরশাদ সরকারের আমলেই ঢাকার মেয়র হিসেবে প্রথম নাজিউর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। বিএনপি এবং আওয়ামী লীগ আমলের দুই মেয়র যথাক্রমে সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ হানিফ পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। এছাড়া চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। ওই সময় তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশে তাদের এ মর্যাদা নিশ্চিত করেছিল।
কালের আলো/এআর/এমএম