সুসংবাদ স্পিকারের, ডিজিটাল হচ্ছে সংসদ লাইব্রেরি

প্রকাশিতঃ 10:31 am | May 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনে গিয়েই সুসংবাদ দিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জানালেন, দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে।

মঙ্গলবার(২৮ মে) সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন কালে তিনি একথা বলেন।

স্পিকার লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতোমধ্যে নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে, যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে।

মতবিনিময়ে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী ইলাইন ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন।

এর আগে স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিয়ং হক।

স্পিকার বলেন, সিঙ্গাপুর ন্যাশাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশানাল লাইব্রেরি অনুকরণযোগ্য।

স্পিকারের সফরসঙ্গী এএফএম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএল/এমএইচএ