এতিম শিশুদের নিয়ে ছাত্রলীগ নেতার ইফতার

প্রকাশিতঃ 3:58 am | May 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এতিম শিশুদের নিয়ে ইফতার করেছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগ নেতা ও সভাপতি প্রার্থী ফারুক আহম্মেদ (সোহান)।

মঙ্গলবার (২৮শে মে) উপজেলার শাহ্ সুলতান এতিম খানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জাতির জনক শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রলীগ ও কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএইচ