‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন’

প্রকাশিতঃ 7:38 pm | October 05, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগেই নতুন করে নাটকীয়তার সৃষ্টি হয়েছে নির্বাচনী অঙ্গনে। ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হয়েছে গত বুধবার। ফলে ভোটের ব্যালটে থাকছে রেদুয়ানের নামও।

বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের রেদুয়ান বলেন, ‘রাতের ভোট তো…তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।’

রেদুয়ানের প্রার্থিতা প্রত্যাহারে ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ই–ব্যালট ভোটে অনিয়মের অভিযোগ তুলে রেদুয়ান আরও বলেন, ‘আমি বহুবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু তারা দেখা করেননি। আমি আবেদন দিতে চেয়েছিলাম ই-ব্যালট ও পোস্টাল ভোট যেন শুধু তাদের দেওয়া হয়, যারা দেশের বাইরে বা হাসপাতালে রোগী। কিন্তু যারা দেশে আছেন, স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

কালের আলো/এসএকে