সাঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিতঃ 6:06 pm | October 05, 2025

সাঘাটা (গাইবান্ধা) প্রতিবেদক, কালের আলো:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ মিয়া দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজিজ মিয়া মাঠে কৃষিকাজ করতে যান। তখন মেঘাচ্ছন্ন আকাশে বজ্রঝড় শুরু হয়। এতে বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
কালের আলো/এসএকে