আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
প্রকাশিতঃ 6:44 pm | October 03, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আহমদ রফিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ভাষাসংগ্রামী আহমদ রফিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কালের আলো/এসএকে