এবার ‘সিরিয়াল কিলার’ চরিত্রে জয়া

প্রকাশিতঃ 11:26 pm | May 17, 2019

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

এবার সিরিয়াল কিলার চরিত্রে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অরিন্দম শীলের ওয়েব সিরিজ ‘ত্রৈলোক্য’-তে তিনি অভিনয় করবেন ব্যতিক্রমী এই চরিত্রে।

নির্মাতা বলছেন, জয়ার সিরিয়াল কিলার চরিত্রটি মোটেও বানানো কিছু নয়; রীতিমত ইতিহাসের পাতা থেকে তুলে আনা। “প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পাই। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এই নারী সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর।

“দীর্ঘদিন তাকে নিয়ে গবেষণা হয়েছে। বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন কৌশল এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে এই সিরিজে।”

শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্তের গবেষণা ও চিত্রনাট্যে ‘ত্রৈলোক্য’ওয়েব সিরিজের কাহিনী দুটি সিজনের জন্য সাজানো হয়েছে। এখানে ত্রৈলোক্য চরিত্রে জয়া আহসান ছাড়াও গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর জয়ার বিপরীতে কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে।

পুরো সিরিজের আবহসংগীত তৈরি করবেন বিক্রম ঘোষ। সম্প্রতি কলকাতায় মুক্তি পায় জয়া অভিনীত চলচ্চিত্র ‘কণ্ঠ’। সেখানে স্পিচ থেরাপিস্টের ভূমিকায় তার অভিনয় প্রশংসা পায়। তার রেশ না কাটতেই নতুন খবরের শিরোনাম এখন জয়া।

কেন জয়া আহসানকে বেছে নিলেন অরিন্দম? ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার প্রথম ছবি ‘আবর্ত’। সেই ছবির মাধ্যমে জয়া প্রথম ভারতে কাজ শুরু করে। তার মানে, আমাদের দুজনেরই সিনেমার যাত্রা একই সঙ্গে শুরু।

‘ত্রৈলোক্য’র জন্য ছয় মাসের বেশি সময় গবেষণা করেছি। এই চরিত্রের জন্য একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। চরিত্রটার মধ্যে চার-পাঁচটা স্তর আছে। তাই জয়া ছাড়া আমাদের আর কারও নাম মাথায় আসেনি।’

‘ত্রৈলোক্য’ দেখা যাবে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। প্রযোজনা করছে জ্যোতি প্রোডাকশন।

কালের আলো/এএ/এসডি