অতিরিক্ত আইজিপি হলেন তিন ডিআইজি
প্রকাশিতঃ 5:48 am | May 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
পুলিশের তিন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন- শেখ মারুফ হাসান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া বিভিন্ন ধরণের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্নস্থানে বদলি করা হয়েছে।
জানা যায়, নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্ব দিয়ে মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। এ পদটিতে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম।
কিন্তু গত ৬ মে কঙ্গোতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ফলে এ পদটিতে তাঁর স্থলাভিষিক্ত হলেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান।
শেখ মুহাম্মদ মারুফ হাসান ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং সর্বশেষ নৌ পুলিশের ডিআইজি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব দিয়ে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ বাহিনীতে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে তাঁর। তিনি ইতোপূর্বে ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
নতুন অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সন্তান। তাঁর আগে সুনামগঞ্জ জেলা থেকে প্রয়াত ফণি ভূষণ চৌধুরী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হয়েছিলেন।
১৯৮৬ ব্যাচের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর আগে নীলফামারী জেলায় পুলিশ সুপার, ঢাকায় উপ-পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হন।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে হাইওয়েতে বদলি করা হয়েছে। তিনি এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছিলেন ডিএমপি’র যুগ্ম কমিশনার (ট্রাফিক), ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি-চলতি দায়িত্ব) পদেও।
এসবির ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তর ও পুলিশ সদর দপ্তরের (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।
বদলী ১৩ অতিরিক্ত পুলিশ সুপার
এদিকে গত বুধবার ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। তাদের মধ্যে সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মাঈন চৌধুরীকে রাঙ্গামাটি সদর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এসপিবিএন, নবম এপিবিএনের মোহাম্মদ মইনুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি),
চাঁদপুরের আসিফ মহিউদ্দিনকে সিএমপি, তৃতীয় এপিবিএনের এস এম আল বেরুনীকে কুষ্টিয়ার ভেড়ামারা, তৃতীয় এপিবিএনের শেখ ইমরানকে খুলনা রেঞ্জের ডিআইজি অফিস, নেত্রকোনার বারহাট্টার মোহাম্মদ শফিউল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিস, যশোরের এস এম নাইমুরকে সিআইডি,
যশোর ইমিগ্রেশনের জামাল আল নাসেরকে যশোর খ-সার্কেল, কুড়িগ্রামের মিজানুর রহমানকে কিশোরগঞ্জ, রাজবাড়ীর মোহাম্মদ রাকিব খানকে কক্সবাজার ১৪ এপিবিএন, রাজশাহীর সারদার কে এইচ এম এরশাদকে বগুড়ার আদমদীঘি সার্কেল ও চট্টগ্রামের নবম এপিবিএনের সৌমিত্র চাকমাকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।
কালের আলো/এমএইচএ/এএ