অতিরিক্ত আইজিপি রৌশন আরার মরদেহ দেশে পৌঁছেছে
প্রকাশিতঃ 10:58 am | May 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা অতিরিক্ত আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের মৃতদেহ দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার(৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মৃতদেহ বহনকারী বিমানটি।
কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা বেগম (৫৭) রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পুলিশ সদর দফতর জানায়, সকাল ১০টায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে প্রথম ও দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং বাদ জোহর রাজারবাগ পুলিশলাইনসে এসআই শিরুমিয়া মিলনায়তনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, শান্তিরক্ষা মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়ে তাকে বহন করা গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ সময় গাড়ির চালক ও অপর দুই আরোহী গুরুতর আহত হন।
কালের আলো/এআর/এমএইচএম