দেড়শ মসজিদ-মাদরাসায় বিএনপি নেতার ১৫ লাখ টাকা অনুদান
প্রকাশিতঃ 6:33 pm | July 19, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
দেড়শ মসজিদ ও মাদরাসায় আনুষ্ঠানিকভাবে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এলাকায় দানবীর হিসাবে খ্যাত বিএনপির এই নেতা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে পৌর অডিটরিয়ামে উপজেলার দেড়শত মসজিদের ইমাম ও খতীব, মাদরাসার মুহতামিম এবং সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই অনুদান বিতরণ করেন।
উপজেলা বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসান উল্লাহ কাসেমী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শরীফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমূখ।
এ সময় সভাপতির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে সামাজিক শিষ্ঠাচার বিনষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে অপরাধ। এই অবক্ষয় রোধে সমাজের আলেম ও উলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করব সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনে আমাদের আলেম সমাজ এগিয়ে আসবেন।
কালের আলো/এমএএইচএন