পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

প্রকাশিতঃ 10:41 pm | July 10, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (১০ জুলাই) কাস্টমস হাউস পরিদর্শনকালে তিনি কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। এ সময় তিনি নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা’র কর্মকর্তা কর্মচারীদের সর্বদা কাজে মগ্ন থাকতে হবে। এ সময়ে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন। সমগ্র পৃথিবীতেই  পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) এর মাধ্যমে খালাসকৃত পণ্যচালানের অডিট করা হয়। সে আলোকে তিনি কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা এর পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) জোরদার করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, রাজস্ব বিভাগ  যে কোনো দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি, যা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধিত হয়। এমতাবস্থায়, কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা’র সব কর্মকর্তা কর্মচারীদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষে কাস্টমস হাউসের সকলকে আইন ও বিধি মেনে চলে কার্যক্রম সম্পাদনের নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে কাস্টমস হাউসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

কালের আলো/এমডিএইচ