নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ 1:54 pm | July 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনের একটা অংশ আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হলো আমাদের প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারা। আরও আছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নির্বাচনে যারা অংশ নেবেন তারা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না।

রবিবার (৬ জুলাই) দুপুরে শিল্পাঞ্চল পুলিশের সদর দফতর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার। এটা তারা নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার আসেন প্রশাসন থেকে। আইনশৃঙ্খলা আমরা দেখি। মূল পার্টি হলো যারা নির্বাচন করছে। নির্বাচনের জন্য বেশি প্রস্তুতি দরকার তাদের, যারা নির্বাচনে অংশ নেবেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনও ঘাটতি নাই।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ রয়েছে অনেকের। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। আমি তাদের প্রশ্নের উত্তর দেবো না। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আরও কয়েক মাস সময় আছে, সেহেতু আশা করি, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না।

মব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কুমিল্লা লালমনিরহাট, ফরিদপুরসহ কয়েকটি জায়গায় হয়েছে। ভবিষ্যতে যাতে এসব না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের আলো/এমডিএইচ