করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৯

প্রকাশিতঃ 8:52 pm | June 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এরমধ্যে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৪ জনের। এরমধ্যে ৪৫২ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। মারা গেছেন ১৯ জন।

কালের আলো/এএএন