ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

প্রকাশিতঃ 7:53 pm | June 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। তারা বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে।

মিসাইল হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ