মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১৫ সেনা নিহত
প্রকাশিতঃ 3:29 pm | May 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলওয়ামা হামলার কয়েক মাস বাদে ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর মাওবাদী হামলা হল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবারের হামলায় ১৫ জন সেনা নিহত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, মহারাষ্ট্রের উত্তর গঢ়চিরৌলীর কুরখেদা থেকে ছয় কিলোমিটার দূরে রাস্তার ওপর লেন্দরী পুলের কাছে ঘটনাটি ঘটেছে। রাস্তায় পেতে রাখা মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে যায় সি-৬০ কমান্ডোদের একটি গাড়ি।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ি টুকরো টুকরো হয়ে গেছে। ওই গাড়িতে থাকা ১৫ জন কমান্ডোকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মহারাষ্ট্রে গত দুই বছরে নিরাপত্তা বাহিনীর ওপর এত বড় হামলা আর হয়নি।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির আরেক আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় ৪৯ জন সদস্য নিহত হন।
কালের আলো/এমএ/আরআর