৪২টি সেক্টরে নতুন মজুরি নির্ধারণ করা হবে : শ্রম প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 11:01 am | May 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২টি সেক্টরে নতুন মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এই সেক্টরটি ছাড়াও আমাদের আরও ৪২টি সেক্টর রয়েছে। সেখানেও তিনি নতুন করে মজুরি নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন।’
বুধবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচিটি পালিত হচ্ছে।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় আমরা নিরাপদ কর্মসংস্থানের জন্য আন্দোলন করেছি। যেখানে কাজ করি সেখানে নিরাপদ পরিবেশ আছে কিনা তার জন্য আন্দোলন হতো। এই আন্দোলন শুরু হয় ১৮৮৬ সালের এই দিনে। সেদিন আমেরিকার শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কর্মসময়ের দাবিতে আন্দোলন হয়েছিলো। সেই সুফল আজ পৃথিবীর সব শ্রমজীবী মানুষ পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস সেক্টর শেখ হাসিনার অনুরোধে এক হাজার টাকা বেতন বাড়িয়েছে। আমাদের আরও ৪২টি সেক্টর রয়েছে। সেসব সেক্টরেও নতুন করে মজুরি নির্ধারণের জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। হাসিনা সরকার শ্রমিকবান্ধব সরকার।’
তিনি বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করতে চাই দেশকে মাদকমুক্ত করবো। আমরা শ্রম দেব। উৎপাদন বাড়াবো। আমাদের উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করবো।’
এর আগে বুধবার সকাল ৭টায় দৈনিক বাংলায় অবস্থিত শ্রমভবনের সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালিটি সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
কালের আলো/বিআর/এমএ