যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহত ১
প্রকাশিতঃ 12:24 pm | April 28, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
নিউজিল্যান্ডের মসজিদ ও শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পাওয়েতে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও গুরুতর আহত হয়েছে আরো ৩ জন।
শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইহুদি ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব চলাকালীন সময়ে আচমকা এ হামলাটি চালানো হয়। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পুলিশ সেই ইহুদি উপাসনালয়ে চালানো হামলার সম্পর্কে এখনো কিছু না জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একটি বিদ্বেষ-মূল অপরাধ বলে বর্ণনা করেছেন।
হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শনিবার স্থানীয় সময় দুপুরে একটি ক্যালিফোর্নিয়ার সেই উপাসনালয়ে চালানো হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যদিও পরবর্তীতে এর সঙ্গে জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন এই প্রেসিডেন্ট সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেছিলেন, এই মুহূর্তে এটি একটি ঘৃণাজনক অপরাধ বলে মনে হচ্ছে। তবে এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি গভীরভাবে সহানুভূতি প্রকাশ করছি।
এদিকে পাওয়ের সিটির মেয়র স্টিভ ভাউস বলেন, শনিবার দুপুরে সান দিয়েগো উত্তরাঞ্চলীয় পাওয়েতে মণ্ডলীর চাবাদে হঠাৎ এই হামলার ঘটনা ঘটে। যার জন্য আমি একটি সম্ভাব্য ঘৃণ্য অপরাধ হিসাবে বর্ণনা করছি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।
কালের আলো/এমএইচএ