স্ত্রী-সন্তানসহ সাবেক এসপি শফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 4:43 pm | May 29, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, তার স্ত্রী জিনিয়া ফারজানা, দুই মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক খায়রুল হক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, কাজী শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায়, শফিকুল আলম এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমন রহিতের আবেদন মঞ্জুর করেন।

কালের আলো/এএএন