বুবলীর চোখে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান

প্রকাশিতঃ 1:47 pm | May 24, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

‘শেষের কবিতা’র কিটি, অমিত আর লাবণ্যের কথা মনে আছে? একবার একজনকে ঠিক মনে হয়। অমিতকে ঘিরে দুইজনেরই ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস আছে প্রবল। ত্রিভূজ প্রেমের গল্পগুলো আর এর চরিত্রগুলো এই মনে হয় ঠিক, এই মনে হয় বেঠিক। ঢালিউডের অপু, শাকিব আর বুবলী আখ্যানও তাই। কিন্তু পাঠকমাত্রই এই কথা নিশ্চয় স্বীকার করবেন ভালোবাসার অনুভূতিগুলো সত্য।

যাইহোক সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন ঢালিউড কিং শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ফর্মাল ও গ্ল্যামার লুকের এক ছবি শেয়ার করেছেন তিনি। চোখ আটকে যায় শাকিব খানের ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোটে। নায়কের চোখে সানগ্লাস আর বুকে ‘SK’ লেখা ব্রোচ।

শাকিব খান লিখেছেন, ‘শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন।’ আর পোস্টটি প্রকাশ করার সঙ্গেই তা ঝড়ের বেগেই ছড়িয়ে পড়ে। নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিবের লুকের প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকের মন্তব্য, বলিউডের খানদের সঙ্গে শাকিবকে এখন আলাদা করা যায় না।

শাকিব খানের ওই পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি লিখেছেন, ‘‘আমাদের সিনেমা জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। যিনি বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। সেই সঙ্গে সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

উল্লেখ্য, শাকিব খান সিনে জগতে সাফল্যের সঙ্গে ২৫ বছর পূর্তি করেছেন। তুমুল জনপ্রিয় এই নায়ক সম্প্রতি চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা অর্জন করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর ওই আসরে শাকিব খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

কালের আলো/এমডিএইচ