শুধু নির্বাচন করার জন্যই এই সরকার দায়িত্ব নেয়নি: রিজওয়ানা
প্রকাশিতঃ 4:17 pm | May 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন জলবায়ু, বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান সরকার অনেক দূর এগিয়েছে বলেও মন্তব্য তার।
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের দায়িত্ব তিনটি- সংস্কার, বিচার ও নির্বাচন। তিনটিই কঠিন দায়িত্ব। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যা দাবি আছে, তা নিয়ে রাস্তায় বসে যাচ্ছে। রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নিইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের সম্ভব হবে, যখন আমরা সকলের সহযোগিতা পাবো।’
রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার এক দিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলার সুযোগও নেই।’
চাপে আছেন কিনা- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘চাপ মানে কী, প্রত্যাশার একটা বিষয় থাকে। আমরা ভালোভাবে পারফরমেন্স করতে পারছি কিনা। ধরেন, এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন। সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? অনেক সমস্যা আলাপ-আলোচনা করলেই করা যায়।’
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক থাকল কিনা।’
কালের আলো/এএএন