হাসপাতালের বিশ্রামকক্ষে ফ্যানে ঝুলছিল ওয়ার্ড বয়ের মরদেহ

প্রকাশিতঃ 11:16 pm | May 16, 2025

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে সজিব হোসেন জয় (২৬) নামের এক ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় মমতা হাসপাতালের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়ার্ড বয় সজিব হোসেন জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ির এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে মমতা হাসপাতালের পঞ্চম তলায় থাকা বিশ্রাম কক্ষের ফ্যানে ওয়ার্ড বয় সজিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

মমতা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জাব্বার জানান, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন সজিব। মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, নিহত অবস্থায় সজীবের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালের আলো/এসএকে