রাজধানীর চার প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘জয়া আর শারমিন’

প্রকাশিতঃ 7:21 pm | May 16, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাস এর প্রাদুর্ভার যখন চরমে তখন নির্মিত হয়েছিল ‘জয়া আর শারমিন’। সিনেমাটি আজ মুক্তি পেয়েছে রাজধানীর ৪ টি প্রেক্ষাগৃহে। এটি এখন চলছে রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্স, মহাখালীর ‘এস কে এস’, ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’ ও কেরানীগঞ্জের ‘লায়ন্স’ হলে।

 ইতিমধ্যে ছবির দুই কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান ও মহসিনা আক্তার শারমিন দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে  কয়েকটি সিনেমা হল ঘুরে এসেছেন।  সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে জয়া বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করছেন, আজ সকাল থেকেই সেটা অনুভব করছি। একজন শিল্পী ও প্রযোজক হিসেবে এই ভালোবাসা পাওয়া সত্যিই আনন্দের। আমরা যে ছোট ছোট গল্প বলতে চেয়েছি, দর্শকরা সেটা শুনতে চাচ্ছেন এটাই বড় প্রাপ্তি।’ছবিটির প্রেক্ষাপট করোনাকাল যখন ঘরবন্দি জীবন কাটছিল দেশের অধিকাংশ মানুষের। অনেকেই তখন রান্না করে সময় কাটাতেন, নতুন রেসিপি নিয়ে চলত পরীক্ষা-নিরীক্ষা। সেই সময়কে ঘিরেই নির্মিত হয়েছে ছবির গল্প।

গল্পে দেখা যাবে, এক অভিনেত্রীর বাড়িতে করোনাকালে আটকা পড়েন তার গৃহকর্মী। এরপর শুরু হয় রান্না ঘিরে তাদের দুজনের এক অসাধারণ সম্পর্কের গল্প। চলচ্চিত্রে জয়া আহসানের পাশাপাশি শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। ছবিটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল জয়া অভিনীত সর্বশেষ ছবি ‘নকশী কাঁথার জমিন’। প্রায় পাঁচ মাস পর মুক্তি পেল জয়া আর শারমিন।  ছবিটি নিয়ে জয়া আরও বলেন, ‘ওই সময়টাকে ধরে রাখার জন্যই কাজটি করা। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। যারা ছবিটি দেখবেন, তারা ফিরে যাবেন সেই করোনাকালের স্মৃতিতে যেখানে কেউ কাছের মানুষকে হারিয়েছেন, কেউ বেঁচে ছিলেন মৃত্যুভয়ে। আমরা যারা টিকে গিয়েছি, তারাও এক অস্থির সময় পার করেছি।’

কালের আলো/এসএকে