পাটক্ষেতে মিলল নারীর মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ
প্রকাশিতঃ 3:01 pm | May 16, 2025

জামালপুর প্রতিবেদক, কালের আলো:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মুখ পোড়া বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পাটক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর মুখ পোড়া বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা- মরদেহ যাতে শনাক্ত করা না যায় সেজন্য মুখ পুড়িয়ে দিয়েছে খুনিরা। আবুল কাশেম নামে কৃষক বলেন, সকাল মরদেহ পাওয়া গেছে শুনে এখানে আসি। এসে দেখি পাটক্ষেতে কাপড় ছাড়া এক নারীর মরদেহ পড়ে আছে। মুখ পুড়িয়ে দিয়েছে তাই চেনা যায় না।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মুখ পোড়া ও বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখ পুড়িয়ে দেওয়ায় তাকে কেউ চিনতে পারেনি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।
কালের আলো/এসএকে