নাগরিক সেবার আধুনিকায়ন নিয়ে কথা বললেন মেয়র আতিক-রিভা গাঙ্গুলি

প্রকাশিতঃ 4:59 am | April 18, 2019

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

নাগরিক সেবার আধুনিকায়নসহ নগর সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

নিজেদের মধ্যকার সাক্ষাতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রেই বন্ধু প্রতীম দেশ ভারতের অকুন্ঠ সহযোগিতার কথা গুরুত্ব দিয়েই তুলে ধরেন মেয়র।

একই সঙ্গে প্রতিশ্রুতি দেন নগর সংশ্লিষ্ট বিষয়ে সব রকমের সহযোগিতার। সাক্ষাত পর্বে অভিন্ন আশ্বাস দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসও।

পাশাপাশি দুই দেশের চিরন্তর এই সম্পর্কের সোনালী অধ্যায়ের সূত্রপাত হয়েছে বলেও অভিন্ন মত দেন দু’জনই।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে ডিএনসিসি কার্যালয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে গঠনমূলক আলোচনাই হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র।

ওইদিন বিকেলে রিভা গাঙ্গুলি দাস ঢাকা উত্তর নগর ভবনে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মেয়র আতিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে দু’জনই দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে নাগরিক সেবার আধুনিকায়ন, সুপরিকল্পিত, নান্দনিক ও পরিবেশবান্ধব নগরায়ন এবং নগর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা দুই বন্ধু-প্রতীম দেশের অভিজ্ঞতা সম্পর্কে মতবিনিময় করেন।

মেয়র আতিকুল ইসলাম ভারতীয় হাইকমিশনারকে একটি ক্রেস্ট উপহার দেন।

উত্তরের এই নগর পিতা বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারত মহান মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সব ক্ষেত্রে সহযোগিতা দিয়ে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ করেছে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান হয়েছে।

তিনি বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

পরে দু’জনই নগর উন্নয়নে একে অপরকে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন। ভারতীয় হাইকমিশনারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং জনগণের প্রতি প্রধানমন্ত্রীর অকৃত্রিম ভালোবাসার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

সাক্ষাৎ পর্বে সিটি কর্পোরেশন এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর রিভা গাঙ্গুলি দাসকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর গত ১ মার্চ ঢাকায় আসেন রিভা গাঙ্গুলি দাস। তিনি হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হন।

এর আগে রিভা গাঙ্গুলি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক ছিলেন।

কালের আলো/ডিবিএ/এএ