সমস্ত অশুভ শক্তি আমাদের জীবন থেকে চলে যাক : জয়া আহসান
প্রকাশিতঃ 11:39 pm | April 14, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সব শ্রেণি পেশার বাঙালিরা। বাংলা নতুন বছর ১৪২৬ এর শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
হালের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন দিনে সবাই মিলে ভালো থাকার প্রত্যাশা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বাংলা নববর্ষ উপলক্ষে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানান। এই বার্তা জয়া দিয়েছেন কলকাতা থেকে।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘শুভ নববর্ষ। সবাইকে বাংলা সন ১৪২৬-এ শুভ কামনা। সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক আনন্দে থাকুক। সমস্ত অশুভ শক্তি আমাদের জীবন থেকে চলে যাক। দূর হয়ে যাক সমস্ত গ্লানি। আমাদের মনন হোক আরও সুন্দর। আমরা সবাই মিলে আরও সুন্দর হয়ে উঠি, সবাই মিলে অনেক ভালো থাকি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।’
প্রসঙ্গত, নববর্ষ উপলক্ষে প্রকাশ পেয়েছে জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘কণ্ঠ’র ট্রেলার। ট্রেলার অনুষ্ঠানের জন্যই এ অভিনেত্রী বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।
কলকাতার পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘কণ্ঠ’। ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর জয়া আহসান অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে।
কালের আলো/এমএইচএ