নবীনদের বরণ করল বিইউপি

প্রকাশিতঃ 6:36 pm | April 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্‌বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে, নবীনদেরকে বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীগণকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ভর্তি হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে তার শৃঙ্খলা, সহনশীলতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা, আত্মবিশ্বাস, শেখার সক্ষমতা এবং নৈতিক মূল্যবোধের মতো গুণাবলি অর্জনের ব্যাপারে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিইউপিতে শিক্ষার্থীদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি, মানবিক গুনাবলীর বিকাশের বিষয়টিকেও শিক্ষার অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের ভবিষ্যৎ স্বপ্ন সফল করতে পারে সে বিষয়ে পরিবেশ সৃষ্টি করার দিকটিও বিশেষভাবে শিক্ষাকার্যক্রমে বিবেচনায় রাখা হয়।

উপাচার্য তার বক্তব্যে বলেন, সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োজনভিত্তিক শিক্ষা প্রদানে বদ্ধপরিকর।

তিনি আশা ব্যক্ত করে বলেন, নবীন শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিইউপির ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।

কালের আলো/এসএকে