তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে

প্রকাশিতঃ 3:39 pm | April 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডের আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ এতদিন আত্মগোপনে ছিলেন। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কালের আলো/এএএন