সকাল সকাল বৃষ্টিতে ভিজছে রাজধানী
প্রকাশিতঃ 10:15 am | April 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাসজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। গত কয়েকদিনে তা না হলেও আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির আনাগোনা, সাথে রয়েছে দমকা হাওয়াও।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকেই মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। এরপরই ঝড়ো হাওয়া সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রচণ্ড ভারী বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে জমে পানি।
হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনেককেই ভিজে ভিজে অফিসে যেতে দেখা গেছে। অনেকে আবার ছাতা নিয়ে যাত্রা শুরু করেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপপাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে গাঙ্গেও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
কালের আলো/এমএইচএ