উন্নত হজ ব্যবস্থাপনা উপহার দিতে চান ধর্ম প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 7:32 am | April 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অতীতের যে কোন সময়ের চেয়ে হজ ব্যবস্থা উন্নত ও আধুনিক করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো: আব্দুল্লাহ। পুরো কার্যক্রমকে নিজের নজরে রাখার পাশাপাশি একটি উন্নত হজ ব্যবস্থাপনা উপহার দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিমন্ত্রী। এসব ক্ষেত্রে তিনি শুন্য সহিষ্ণু নীতি অনুসরণ করছেন।
প্রতিমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, কম টাকায় হজে নেওয়ার প্রতিযোগিতা চলবে না। এমনকি দালালদের কাছেও হজের টাকা দেওয়া যাবে না।
জানা যায়, সঠিক ও সুন্দরভাবে হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে তাই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গেই দেখছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর একটি উন্নত হজ ব্যবস্থাপনা উপহার দিতে মন্ত্রণালয় অনেক দূর এগিয়েছে।
হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি’র অংশ হিসেবে গত মাসে রাজধানীর আশকোনায় হজ অফিসে ব্যাংক কর্মকর্তা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ।
ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘হজ ব্যবস্থাপনার উন্নয়নে হজ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। হজযাত্রী, হজ এজেন্সি, হজ গাইড, মোনাজ্জেম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, হজ প্রশাসনিক দল, চিকিৎসক দল ও কারিগরিদলসহ হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির নিজ নিজ বিষয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক।’
তিনি বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগালে সংশ্লিষ্ট ব্যক্তিরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনা উন্নত হবে।’
মঙ্গলবার (০২ এপ্রিল) একই অফিসে হজযাত্রী ও হজগাইডদের হজব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের জন্য গঠিত ট্রেনিং ফর ট্রেইনার্স (টিওটি) টিমের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এই সময় তিনি বলেন, প্রতারণা ও ভোগান্তি থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে হলে হজযাত্রীদের সরাসরি অনুমোদিত হজ এজেন্সির সঙ্গে লেনদেন করতে হবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী অথবা দালালের কাছে যাওয়া যাবে না।

সতর্ক ও সজাগ থাকতে হবে সবাইকে
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো: আব্দুল্লাহ বলেন, পোশাকধারী কিছু ব্যক্তি সাধারণ হজযাত্রীদের কমখরচে হজের ব্যবস্থা করে দেবে বলে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে নিজেদের স্বার্থ উদ্ধার করে এবং দিন শেষে প্রতারণা করে।
অনেক হজযাত্রী এ ধরনের দালালদের খপ্পড়ে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। এ ধরনের প্রতারকদের হাত থেকে নিষ্কৃতি পেতে হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও সজাগ থাকতে হবে।
হজ ব্যবস্থাপনা উন্নত করতে পদক্ষেপ
প্রতিমন্ত্রী বলেন, হজব্যবস্থাপনাকে অতীতের চেয়ে উন্নততর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলপক্ষের পরামর্শ নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে সৌদি আরব সফর করে হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করা, মিনা-আরাফাতে যাতায়াতে উন্নতমানের পরিবহন ও খাবার ব্যবস্থা করা, এজেন্সিদের ব্যবস্থাপনার সুবিধার্থে এজেন্সিপ্রতি হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে কমিয়ে ১০০-তে আনাসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছি।
আসছে সৌদি সরকারের প্রতিনিধি দল
ধর্ম প্রতিমন্ত্রী জানান, জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের ৬ থেকে ৭ ঘণ্টার অপেক্ষার বিড়ম্বনা কমানোর লক্ষ্যে সৌদি সরকারের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, হজযাত্রীদের সুন্দর ও সহজভাবে হজ পালনের জন্য হজবিষয়ক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজযাত্রীদের নিজ বাড়ি থেকে যাত্রা করে ইমিগ্রেশন, বিমানে আরোহণ, মক্কা ও মদিনা শরিফে যাতায়াত ও অবস্থান, মিনা-আরাফা ও মুজদালিফায় যাতায়াত ও হজের আরকান-আহকাম এবং সবশেষে নিরাপদে দেশে ফেরত আসা পর্যন্ত যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজ পালন সহজ হবে।
আল্লাহ’র মেহমানদের প্রশিক্ষণ প্রদান
প্রতিমন্ত্রী প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে নিজ নিজ জেলার হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করাবেন। সুতরাং আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আল্লাহর মেহমান হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করবেন।
কালের আলো/টিসি/এমএইচএ