প্রকল্প পরিদর্শনে শনিবার চট্টগ্রাম যাচ্ছেন মুখ্য সচিব নজিবুর রহমান
প্রকাশিতঃ 11:27 pm | March 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কয়েকটি প্রকল্প পরিদর্শনসহ পর্যালোচনা সভায় যোগ দিতে আগামীকাল শনিবার (৩০ মার্চ) চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
শনিবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে তার।
চট্টগ্রাম সফরকালে প্রস্তাবিত পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র প্রকল্পসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি। পরে কর্ণফুলী টানেল প্রকল্প অফিসে প্রকল্প পর্যালোচনা সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
পরিদর্শনকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, রেল সচিব, নৌ পরিবহন সচিবসহ সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কালের আলো/এমএইচএ