অনুমোদন দেওয়া রাজউক কর্মকর্তাদের খুঁজছেন গণপূর্তমন্ত্রী
প্রকাশিতঃ 2:08 pm | March 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এফআর টাওয়ারের নকশা ও ভবন নির্মাণের অনুমোদন দেওয়া রাজউক চেয়ারম্যান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খোঁজ চলছে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ বথা বলেন।
মন্ত্রী বলেন, যেসব প্রকৌশলী এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।
তিনি আরও বলেন, নকশা অনুমোদনের সময় কোনও ব্যত্যয় ঘটেছে কিনা ও মূল নকশা ছাড়া এটা তৈরি হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনায় জড়িত সেই নরপিশাচদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলা হবে।
এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।
এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করছে সিআইডির ক্রাইম সেক্টরের একটি টিম। তারা বলেছে, যে লাশগুলো সনাক্ত করা যাবে না, তাদের আলামত সংগ্রহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যে মরদেহ গুলোর নাম পরিচয় পাওয়া যায়নি তাদের ডিএনএ সনাক্ত করণে সিআইডির ক্রাইম টিম কাজ করছে।
কালের আলো/এমএইচএ