ঢাকায় ‘মুন্না ভাই’ খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত
প্রকাশিতঃ 8:54 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকায় এসেছেন ‘মুন্না ভাই’ খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ এর লোগো উন্মোচন করতে ঢাকায় আগমন হয়েছে এই তারকার।
বৃহস্পতিবার(২৮ মার্চ) বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে লোগো উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ ও সঞ্জয় দত্ত।
জানা গেছে, এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন ২২ দেশের সেরা গলফাররা । ঢাকা সেনানিবাসে এটিই হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নামে প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
এর আগে ২০১০ সালে সবশেষ ঢাকায় এসেছিলেন সঞ্জয় দত্ত। এরপর দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার (২৮ মার্চ) ফের ঢাকায় এলেন তিনি।
কালের আলো/এমএইচএ