ছয় ঘন্টার আগুনে নিহত ১৭, আহত অর্ধশতাধিক

প্রকাশিতঃ 7:50 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রায় ছয় ঘণ্টা পর প্রায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারের আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এক শ্রীলঙ্কানসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আগুন নিভে এলেও এখন ভবনের ভেতরে আর কেউ রয়েছে কিনা তল্লাশি করা হচ্ছে।

বৃহস্পতিবার(২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)।

জানা গেছে, ঢামেকে নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক এবং কুর্মিটোলায় নিহতের নাম নিরস ভিগ্নে রাজা (৪০)। কুর্মিটোলায় নিহত রাজা শ্রীলঙ্কার নাগরিক এবং স্কেন ওয়েল লজিস্টিকসের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তবে ইউনাইটেড হাসপাতালে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু জানান, বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে আব্দুল্লাহ আল ফারুক মারা যান। তাকে অজ্ঞান অবস্থায় ঢামেকে আনা হয়। হাসপাতালে আনার পরও তার জ্ঞান ফেরেনি।

এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে এফ আর টাওয়ারের মাঝামাঝি অংশে আগুনের সূত্রপাত। সুউচ্চ আধুনিক ভবনটিতে আটকা পড়েন বহু মানুষ। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজে নামে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। আগুনের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে ভবনের ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। ভবনের ভেতরে অগ্নিকাণ্ডে আহত কিংবা নিহত কেউ আছেন কিনা, উদ্ধারে কেউ বাকি রয়েছেন কিনা- এসব জানার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। আর সন্ধ্যা হওয়ায় ভবনে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।

আগুন লাগার প্রায় পাঁচ ঘণ্টা পর বিকাল পাঁচটার দিকে ঘটনাস্থলের সামনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ডিডি।

বলেন, ‘এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের। এ কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।’

‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করেছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের ডিজি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকি করেছেন।’

ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

কালের আলো/এমএইচএ