বনানীর আগুনে আক্রান্ত মানুষের জন্য রাষ্ট্রপতির প্রার্থনা
প্রকাশিতঃ 6:16 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় আক্রান্ত মানুষের জন্য প্রার্থনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বার্তা জানানো হয়, বনানীর অগ্নিকাণ্ড মন ভারাক্রান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, প্রার্থনা করছি যেন এই অগ্নিকাণ্ডে হতাহতের পরিমাণ কম হয় এবং আগুন নিভে যাক।
এর আগে বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এদিকে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। ভবনটির ভেতরে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কালের আলো/এমএইচএ