এএফএমসি’র কমান্ড্যান্টের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রকাশিতঃ 5:32 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটান এর রাষ্ট্রদূত এইচ ই সোনাম টবডেন রাবগী।
বৃহস্পতিবার(২৮ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহ:তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে ভুটানি শিক্ষার্থী ভর্তির কোটা বৃদ্ধির অনুরোধ করেন। যদি অন্যান্য রাষ্ট্র যেমন ইউএসএ, ইউকে তাদের শিক্ষার্থী কম ভর্তি করে সে ক্ষেত্রে শূন্য আসনে ভুটান এর অনুকুলে অধিক ছাত্র-ছাত্রী ভর্তি করার সম্ভাবনা হতে পারে বলে কমান্ড্যান্ট মত পোষন করেন।
রাষ্ট্রদূত জানান, আগামী এপ্রিল ২০১৯ মাসে ভুটানের প্রধান মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ হতে বিশেষজ্ঞ চিকিৎসক ভুটানে প্রেরণের বিষয়ে আলোচনা করবেন।
কালের আলো/এমএইচএ