ব্যাংককের যৌনপল্লিতে অমিতাভের আড়াই ঘণ্টা!

প্রকাশিতঃ 3:25 pm | February 16, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

ব্যাংককের যৌনপল্লিতে রাত্রি যাপনের বেশ নাম ডাক রয়েছে। রাত রঙিন করে তুলতে প্রায়ই পর্যটকেরা সেখানে যান। সেখানে প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন ক্লাব থেকে শুরু করে পানশালা রয়েছে।

এমনই এক ‘নগ্ন ক্লাবে’ নর্তকীদের নাচ দেখতে যান অমিতাভ বচ্চন।

আর পাঁচটা সাধারণ মানুষের মতো সজ্জিত হয়ে ব্যাংককের যৌনপল্লিতে হাজির তিনি। প্রায় বিশ বছর আগের এমনই এক ঘটনা শেয়ার করলেন পরিচালক অপূর্ব লাখিয়া।
২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক আজনবি’র শুটিংয়ের সময়ের ঘটনা এটি। অনিদ্রার রোগী অমিতাভ, রাতে তার ঘুম আসে না।

প্রতি রাতেই কিছু না কিছু সিনেমা দেখেন। তবে ব্যাংককে গিয়ে চারপাশটা ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করলেন পরিচালকের কাছে। তখন বুদ্ধিটা আসে পরিচালক অপূর্বর মাথায়।

তিনি অমিতাভকে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীর একটি ‘নগ্ন ক্লাবে’ যান।

যদিও পরিচালকের মনে ভয় ছিল ভারতীয়রা তাকে এমন একটি ক্লাবে দেখতে পেলে ব্যাপক গোলমাল বাঁধবে। তবে অভয় দিলেন স্বয়ং অমিতাভ। তিনি বললেন, ‘আমরা যাব।’

শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে খানিক সাজ বদল করেই ঢুকলেন ক্লাবে। অপূর্ব জানান, এর আগে কখনও এমন ধরনের কোনও পানশালায় জাননি অমিতাভ।

প্রায় আড়াই ঘণ্টা সেখানে কাটান তারা, নানা ধরনের অনুষ্ঠান দেখেন। দেখে তৃপ্ত অমিতাভ বলেন, ‘এক কথায় অসাধারণ।’ সে রাতে তাদের হোটেলে ফিরতে ফিরতে তিনটা বাজে। যদিও অসম্ভব পেশাদার অমিতাভ সকাল পাঁচটার কল টাইমে একেবারে হাজির হয়ে যান সেটে।

কালের আলো/এসএকে