শিল্পীদের প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না: কুসুম শিকদার

প্রকাশিতঃ 5:40 pm | February 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধুবান্ধব, এমনকি মা-সন্তান বা ছাত্র-শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায়। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও।

বিশেষ এই দিনটিতে দর্শকদের উপহার দিতে তারকা-অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক কাজ নিয়ে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা। তবে তারকারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা থাকবেই! সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে, কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে

ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে কোনো প্ল্যান নেই, সত্যি।

প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনা করতে নারাজ কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অবশেষে তিনি বলেন, শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।

কালের আলো /এসএকে