জংলির পর এবার জনির সঙ্গে পরিচয় হওয়ার পালা…
প্রকাশিতঃ 4:17 pm | February 10, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
জংলি সিনেমার পোস্টারে জংলি রূপে দেখা গেছে সিয়ামকে। যে পোস্টারে সিয়াম ছিলেন ভয়ংকর, মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা, যা থেকে চুইয়ে পড়ছে রক্তজল। বীভৎস সেই দৃশ্য নজর কেড়েছিল অনুরাগীদের। তারও আগের পোস্টারে সিয়াম ছিলেন রাফ অ্যান্ড টাফ লুকে। পোস্টারে সিয়ামের কাঁধে ছিল কাক। কিন্তু এবার একেবারে বিপরীত! জংলি সিয়ামের সঙ্গে কোনো মিল নেই। লম্বা নয় খোচা খোচা দাড়ি মুখে, চুলে জেল, বসে আছেন মোটরসাইকেলে। এককথায় একেবারে ভিন্ন লুক। আর এই লুকের পোস্টারে দেখা মিলছে পায়রার।
রোববার এমন লুকের পোস্টারই প্রকাশ করলে জংলি টিম। আর এই পোস্টারের মাধ্যমে বহুদিন পর চকলেট হিরোর ইমেজে দেখা গেল সিয়ামকে। ফলে অনুরাগীদের প্রশ্ন, তাহলে জংলিতে সিয়ামের ডাবল রোল? উত্তর জানতে যোগাযোগ করা হয় সিনেমাটির পরিচালক এম রাহিমের সঙ্গে। নাহ, মুখ খোলেননি তিনিও। শুধু বললেন, সব কিছু জানতে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখতে হবে।
পোস্টারটি নিজের সামাজিক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে সিয়াম লিখেছেন, আমি আছি ‘জনি’র সাথে। জংলির সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হবার পালা। জনি আসছে ‘জংলি’ নিয়ে এই ঈদুল ফিতরে।
সিয়াম জানিয়ে দিলেন, আরবান এই চরিত্রের নাম জনি। এই জনির বিপরীতে আছেন জংলি চরিত্রটি। দুই চরিত্রের রহস্যের বিষয়টি খোলাসা হবে ঈদুল ফিতরে।
‘জংলি’তে সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর প্রেক্ষাগৃহে যখন ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
এবার পরিচালক এম রাহিম বললেন, ‘গত বছর ঈদে মুক্তির কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারিনি। কারণ, আমরা আমাদের কাজটাকে সর্বোচ্চ মানের করতে চেয়েছি। হাতে সময় পাওয়ায় সেটা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। পুরোপুরি উৎসবে মুক্তি দেওয়ার মতো করেই ছবিটি নির্মাণ করা হয়েছে। জংলি এমন একটি সিনেমা যে সিনেমায় অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্প সবই থাকবে। দর্শক একটি সিক্যুয়েন্সের জন্যেও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না। আমার বিশ্বাস দর্শকরা হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’
‘জংলি’তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।
কালের আলো/এসএকে