গয়েশ্বর ও মিন্টুকে ভারত যেতে বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশিতঃ 11:16 pm | March 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার(৯ মার্চ) বিকেল ৫টায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তাদের ভারতে যাওয়ার কথা ছিল।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোনো সময় আমাকে ক্লিয়ারেন্স দেয়া নিয়ে এ রকম হয়নি। আজ (শনিবার) একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্রের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দারাবাদ যাওয়ার কথা। বিমানবন্দরে যাওয়ার পর দু’জনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়া হয়নি, ফ্লাইট চলে গেছে।

শনিবার(৯ মার্চ) রাত সাড়ে ১১টায় আরেক ফ্লাইটে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি ব্যবসায়িক কাজে সেখানে যাব। হায়দারাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে শ্রীলংকায় যাওয়ার কথা রয়েছে।

কালের আলো/এমএইচএ