‘সিঙ্গাপুরের চিকিৎসকরা এলে সিদ্ধান্ত’
প্রকাশিতঃ 6:49 pm | March 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
সিঙ্গাপুরের চিকিৎসকরা এলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জনিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। তারা এসে সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দেখার পর সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
রবিবার (৩ মার্চ) বিকেল পৌনে ৫টায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন বিএসএমএমইউর উপাচার্য (ভিসি) ডা. কনক কান্তি বড়ুয়া।
ব্রিফিংয়ে কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল।’
বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। কিন্তু সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে সিঙ্গাপুর থেকে আগত এয়ার অ্যাম্বুলেন্সের রোগী বহনের সুযোগ-সুবিধার উপর।
সংবাদ সম্মেলনে কাদেরের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওনার অবস্থা নিয়ে আশাবাদী। হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। আবার নাও হতে পারেন। ২৪ থেকে ৭২ ঘণ্টা না পেরোলে অবস্থা সঠিকভাবে বলা সম্ভবই না। সকালে যখন তিনি হাসপাতালে আসেন তখন তার হার্টবিট বা হৃস্পন্দন বন্ধ ছিল। সে সময় থেকে এখন পরিস্থিতি ভালো হয়েছে। তাই আমরা আশাবাদী।
কালের আলো/এএ/এমএইচএ