ভেজা চোখে হাসপাতালে কাদেরপত্নী
প্রকাশিতঃ 5:00 pm | March 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছেছেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের।
রোববার (৩ মার্চ) দুপুর ২টার দিকে কাঁদতে কাঁদতে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এসময় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা ছিলেন।
এর আগে, রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানা গেছে।
বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সেতুমন্ত্রী।
কালের আলো/এমএইচএ