কেরানীগঞ্জে বিদ্যুতের নির্মাণাধীন গ্রিড সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিতঃ 1:47 am | February 28, 2019

কেরানীগঞ্জে বিদ্যুতের নির্মাণাধীন গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি চার সদর দফতরের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এটিএম হুমায়ুন কবির বলেন, এটি সমিতির নিজস্ব সাবস্টেশন। গ্রিড সাবস্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
কালের আলো/ওএইচ