গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে: চিফ প্রসিকিউটর
প্রকাশিতঃ 1:09 pm | September 09, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে তথ্য চেয়ে সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থান এবং জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে।
এর আগে রোববার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, জুলাই ও আগস্টে সংঘঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করা, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।
কালের আলো/এমএএইচ/ইউএইচ