ত্রিশালে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ২ বেকারিকে জরিমানা
প্রকাশিতঃ 8:48 pm | February 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ত্রিশালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত করার অপরাধে দুইটি বেকারিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের।
তিনি বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে উপজেলা সদরের ‘বিসমিল্লাহ বেকারি’ ও ‘মা-মনি বেকারি’কে ২৮ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানা, অফিস সহকারি মোজাম্মেল হক রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ