‘ডিনার’ শব্দটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন সুবিধা পাওয়ার কোড: শার্লিন

প্রকাশিতঃ 1:13 am | February 25, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:

‘ডিনার’ অর্থাৎ নৈশাহার। কিন্তু এই শব্দটার অন্য অর্থ সদ্য ফাঁস করলেন শার্লিন চোপড়া।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শার্লিন দাবি করেন, ‘ডিনার’ শব্দটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন সুবিধা পাওয়ার কোড হিসেবে ব্যবহার হয়। কেউ কারও কাছ থেকে যৌন সুবিধা নিতে চাইলে নাকি ‘ডিনার’ শব্দটি ব্যবহার করেন। এই তথ্য জানা না থাকায় আগে নাকি বহুবার সমস্যায় পড়েছেন শার্লিন নিজে। পরিচালক, প্রযোজকরা কেন তাঁকে ‘ডিনার’-এ আমন্ত্রণ জানাচ্ছেন তা বুঝতে পারতেন না। বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পর নাকি ‘ডিনার’ শব্দের আসল মানে জানতে পারেন তিনি।

যৌন সুবিধার নিরিখে বলি মহলে কাজের লেনদেন হয়— এ হেন গসিপ ইন্ডাস্ট্রিতে নতুন নয়। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অধিকাংশই এ হেন প্রশ্ন এড়িয়ে যান। কেউ আবার সরাসরি এর বিরোধিতা করেন। কিন্তু শার্লিনের মন্তব্যে বলিউডের এই গসিপই সত্যি বলে প্রমাণিত হল বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন, বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে রাগ? মুখ খুললেন সারা

শার্লিনের কথায়, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সব নায়িকার কোনও গডফাদার থাকে না, অথবা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকে না, তাঁদের কাছে এই সব প্রস্তাব আসে।’’

হায়দরাবাদে জন্ম শার্লিনের। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ফোটোশুট করে তিনি শিরোনামে আসেন। বলিউডে ‘গেম’, ‘রেড-স্বস্তিক’, ‘জওয়ানি দিওয়ানি: আ ইউথফুল জয় রাইড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। কিন্তু কেরিয়ারে বহু সময় লাইমলাইটে আসার জন্যও শার্লিন বিতর্কিত মন্তব্য করেন বলে মত ইন্ডাস্ট্রির একটা অংশের। ফলে তাঁর এ হেন মন্তব্য কতটা সঠিক তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

কালের আলো/ওএইচ