আধুনিক ও উন্নত ঢাকা গড়তে নৌকার বিকল্প নেই: আতিকুল ইসলাম
প্রকাশিতঃ 7:11 pm | February 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
উন্নয়নের মার্কা নৌকা, সমৃদ্ধির মার্কা নৌকা। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, আধুনিক ও উন্নত ঢাকা গড়তে তাই নৌকার কোন বিকল্প নেই। কেননা নৌকার কোন ব্যাক গিয়ার নাই, সব ফ্রন্ট গিয়ার। উন্নয়নের ফ্রন্টগিয়ার।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
একটি আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, আপনারা সবাই যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা সবাই মিলে ঢাকাকে সুস্থ, সুন্দর, যানজট মুক্ত, একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারব।

এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর উওরার উওরখান এলাকা থেকে আজকের দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
এসময় আতিকুল ইসলামের গাড়িবহর দক্ষিনখান এলাকায় পৌছালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্লোগান ও করতালির মধ্যদিয়ে স্বাগত জানান। এরপর দক্ষিনখান থেকে উওরার কসাইবাড়ি, চামুরখান, গাওয়াইর এলাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে গন-সংযোগ করেন তিনি।
এসময় আসন্ন নির্বাচনে বিজয়ের জন্য ভোটারদের দোয়া এবং ভোট প্রার্থনা করে আগামী ২৮ তারিখে নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এরপর দুপুরে রাজধানীর মগবাজারের চেয়াম্যানগলি এলাকায় গণসংযোগ করেন তিনি। চেয়ারম্যান গলি মসজিদে জুমার নামায আদায় শেষে মগবাজারের ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভায় অংশ নেন তিনি।
সেখানে পথসভায় আতিকুল ইসলাম বলেন, এই উপ-নির্বাচনে আপনার উন্নয়নের পক্ষে ভোট দিবেন। যেমনটা আমাদের জাতীয় নির্বাচনে আপনারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিরঙ্কুশ রায় দিয়েছেন।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কখনো হারাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করে যাবেন।
এসময় ঢাকা মহানগর উওর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫৪টি ওয়ার্ড রয়েছে। এ ওয়ার্ডগুলোতে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। পাশাপাশি পুরুষ ভোটার আছেন ১৫ লাখ ২২ হাজার ৭২৬ জন।
কালেত আলো/এএ/এমএইচএ