নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার

প্রকাশিতঃ 3:01 pm | February 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন কর্নেল মো. আবরার হোসেন।

আবরার হোসেনকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে থাকা কর্নেল মো. ইকবাল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ