ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান
প্রকাশিতঃ 12:29 pm | August 07, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরিয়ে দেওয়া হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে। নতুন ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মাইনুল হাসান অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ